জাবেদ হোসাইন মামুন->>>
ফেনীর চৌধুরী মোহাম্মদ আলী ব্রিটিশ বিরোধী আন্দোলন করার সময় ব্রিটিশেরা তাকে গ্রেফতার করে প্রহসনের বিচার করে। তাকে দোষী সাব্যস্ত করে এক পয়সা জরিমানা করে। তখন তিনি বলেছিলেন আল্লাহর রাজ্যে মুসলসানেরা কোন দখলদারকে কর দেয়না। বিপ্লবী ওই মানুষটি তৎকালীণ সময়ে বিষ মিশ্রিত হীরার আংটি শুষে আত্মহত্যা করেন। তবুও ব্রিটিশদের কাছে তিনি মাথা নত করেননি। তার নামেই প্রতিষ্ঠিত ফেনীর মোহাম্মদ আলী বাজার। ফেনীর ইতিহাস ঐতিহ্যে রয়েছে বিপ্লবীদের নাম। সে বিপ্লবী প্রয়াত চৌধুরী মোহাম্মদ আলীকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এসব তথ্য জানালেন ফেনীর জীবন্ত কিংবদন্তি চৌধুরী মোহাম্মদ আলীর উত্তর সূরী, ফেনীর বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডা. তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ।
বিপ্লবীরা যুগ যুগ ধরে বেঁচে থাকে। তেমনি পৃথিবী যত দিন থাকবে বিপ্লবী চৌধুরী মোহাম্মদ আলীরা মানুষের মাঝে বেঁচে থাকবে। মোঘল আমলে শাসনকাজ চলতো এই শর্শদীতে।