জাবেদ হোসাইন মামুন->>>
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ফেনী প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত র্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেছেন,গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা সরকারের মৌলিক দায়ীত্ব। গণমাধ্যমের স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা না থাকলে গণতন্ত্র সুসংহত হয়না।
গণমাধ্যমের স্বাধীনতার সকল প্রকার প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপ ও সংবাদকর্মীদের ওপর হয়রানি, দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা প্রতিহত করা সরকারের অন্যতম মৌলিক দায়িত্ব। এমন কোনও আইনি, প্রশাসনিক, নীতি থাকা উচিত নয়, যার ফলে গণমাধ্যমের স্বাধীন কার্যক্রম ব্যাহত হতে পারে। সাংবাদিক নির্যাতন, হত্যার দ্রুত সুষ্ঠু বিচার হওয়া জরুরি। না হলে সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রবণতা বন্ধ হবে না।
বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের অতিথি হোটেলের সামনে ফেনী প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত র্যালির উদ্বোধন করেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য জাহানারা বেগম সুরমা। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অতিথি চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম। ফেনী প্রেসক্লাব সভাপতি আজাদ মালদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দিলদার হোসেন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজালাল রতন, ফেনী প্রেসক্লাব সহ-সভাপতি শাহ আলম ভূঞা, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক এনএন জীবন, প্রচার সম্পাদক জাবেদ হোসাইন মামুন, সাংস্কৃতিক সম্পাদক জাফর সেলিম, কবি মাহবুব আলতমাস, ইকবাল চৌধুরী, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি আবু ইউছুপ মিন্টু, ফুলগাজী প্রেসক্লাবের সভাপতি কবির আহম্মদ, জহিরুল ইসলাম জাহাঙ্গীর, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাধরন সম্পাদক মো. নিজাম উদ্দিন ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিরাজ উদ্দিন দুলাল প্রমূখ।